Wednesday, January 23, 2019

সাহিত্য সমাচার

মিছে সব কবিতা,
মিছে সব গান,
চাইলেই পারো তুমি
লিখতে, আপন অভিধান,
কোন কবিতা তোমার মতো না,
তবুও করো নিজেরে তার সাথে সংযোগ,
কোন গান তোমার জন্য লেখেনা কেউ,
তবুও নিজকে খুজো সেই গানে,আনমনে।
আসলে সব বায়বীয় বস্তু
তোমার আবেগ নিয়ে খেলা করে,
তুমি জানো তবুও তুমি
ডুবো,ভাবো, হাসো,কাঁদো নির্জনে।
মহাকাব্য,উপন্যাস, ছোটগল্প
বলেও কিছু নেই,যেটা আছে সেটা
তোমাকে হাঁসিয়ে কাঁদিয়ে
জাগ্রত করার মন্ত্র।
প্রেমের কাব্য, উপন্যাস কিংবা বিষাদ গীতি
তোমাকে নামায় উঠায়,ডুবায় ভাসায়,
আর তুমি তন্ময় হয়ে অবলোকন করো,
সত্যটা হলো, তুমিই মহাকাব্য কিংবা উপন্যাস।
চাইলেই লিখতে পারো,মনের
মতো,তোমার কাব্য, নিজ হাতে
চাইলেই পারো ভাবতে,
নিজকে নিয়ে নিস্তব্দে।



------- আসাদুল্লাহ হিমু

No comments:

Post a Comment