Wednesday, January 23, 2019

মঙ্গল কাব্য

উদ্দেশ্যহীন সে যাত্রা,ছোটগল্পের শেষ অংশের মত,
কবিতায় ছন্দের মতোই নিরন্তর সে গতি,
বদলায় পৃথিবী, বদলায় মানুষ, বদলায় সভ্যতা,
ধাপে ধাপে মানুষের বিবর্তন, অমর সে কবিতা,
কালস্রোতে মানুষ হারিয়ে যায়, মহাকাল গহবরে, 
কর্মের বিশালতা রাখে তাহারে, অবনীর করে।
মহাকালের দৃশ্যমান অজস্র ধূলিকলায়,
দেখিবে, জয় হয় সত্যের আর মানবতার ।
অসত্য , অসৎ পন্থা, ক্ষনিকের সুখ,
বাড়াবে সেটি শুধু অযাচিত দুখ,
শুভ কাজে, ব্যর্থ হয়ে, নাহি দমে যেও,
ধরাধমে অমিয় বানী অবিরাম বিলিও।
সে অমেয় বানী থাকবে হয়ে চির অম্লান,
নিখিল বিশ্ব রচিবে শুধু মানুষের জয়গান।
মানবতার জয়মাল্য পরিয়া গলে,সপিও
নিজরে, অপরের মাঝে, আপনাকে ভুলে ।।


------------
-------------- এস,এম,আসাদুল্লাহ হিমু

No comments:

Post a Comment