Monday, August 27, 2018

ঘুম-কন‍্যা


রাতের সাথী স্বপ্নগুলো উড়বে ডানা মেলে,
ঘুমের দেশের ঘুম কন‍্যা আসে হেলে দুলে,
নেত্র জোড়া বন্ধ রেখে তক্তাপশে শুয়ে,
নিথর দেহ পড়ে রবে তোমার রাজ‍্যে গিয়ে ।
ঘুম কন‍্যা এসে তুমি ক্লান্ত করো কেন ?
যাও চলে এক্ষুনি, জাগবো রাত্রি, হয়ে তারাসম ।
কাল সকালে লজেস্ন দেব,এসোনা মোর গৃহে,
ঠুলি খুলে রাখবো আমি ,যাব না তোমার নীড়ে ।
দুরে যেতে বললে শুধু আসো আমার কাছে,
আমি যখন ডাকি তোমায় থাকো অন‍্য দেশে,
পেত্নী তুমি, চা খেয়েছি ,আসবে কেমনে বলো ?
ঘুমকন‍্যা আজকে তুমি একা তবে চলো ‌।
অনেক হয়েছে,অভিমান শেষে,চোখের পাতায় বসো,
ঘুমের দেশে, কাকঘুমেতে আমায় ঘুমিয়ে রাখো ।
____হিমু




No comments:

Post a Comment