Monday, August 27, 2018

বৈশাখ


বৈশাখ মানে
বাঙালির হাসির মূর্চ্ছনা,
ভুলে যাওয়া সকল বেদনা ।
বৈশাখ মানে
আনন্দ গানে গানে,
ভালবাসা সঞ্চার করা কোটি প্রানে ।
বৈশাখ মানে
পিছনে না তাকিয়ে উদ্যত হওয়ার দিন
বৈষম্যহীন বাংলার হাঁসি অমলিন ,
বৈশাখ মানে,
দুর্নীতির একটি ভাঙা পাখা,
প্রবল জোয়ারে ঘূর্নিয়মান স্বপ্নের চাকা,
বৈশাখ মানে,
নতুন ডালে একটি সবুজ পাতা
ঝঞ্ঝার মত অবারিত স্বাধীনতা,
বৈশাখ মানে,
বাঙালিয়ানার পান্তা ইঁলিশ খাওয়া,
একসাথে,ছায়ানটে,ঐক্যের গান গাওয়া
বৈশাখ মানে
ঐতিহ্যের বৈশাখি মেলা,
রঙে রঙে সজ্জিত বাঙালির নাগরদোলা
বৈশাখ মানে
শিশুর হাতে নতুন বাংলা অক্ষর,
৫২ চেতনার উজ্জ্বল স্বাক্ষর
বৈশাখ মানে,
রবীন্দ্রের জন্মমাস
নব জাগরনে প্রবল ঊচ্ছ্বাস
বৈশাখ মানে,
শিল্পীর হাতে অঙ্কিত বাংলার চিত্র,
দল মত ভুলে হয়ে উঠা মিত্র
বৈশাখ মানে,
নজরুলের একটি দ্রোহের কবিতা,
হাসিমুখে ভুলে যাওয়া সকল সাম্প্রদায়িকতা ৷
_____________________হিমু



No comments:

Post a Comment