Saturday, March 3, 2018

শোষন

শিরোনাম : শোষন
লেখনিতে : হিমু

স্বার্থান্বেষী পৃথিবীতে দেখিনু শিশুর হাহাকার,
নির্মমতার বেদি রচিল মানবতার সৎকার ,
স্বার্থপুজারি সামাজ‍্যবাদী যত ভন্ডের দল ,
দলাদলি করি মানুষ মারি,কি সুখ পেলি বল  ?

আকাশে বাতাসে লাশের গন্ধ এ কেমন আগ্রাসন ?
বিশ্ব রাজনীতি, শান্তির নামে চালাই সে প্রহসন,
বারে বারে দেখিলাম ,রহিঙ্গা শিশুর অসহায় হাহাকার
নিঃপ্রভ ; ও, আই, সি  ; আরব লীগের নির্মম পরাজয় ।

সিরিয়ার শহরে চলছে তব মৃতের মিছিল,
বারে বারে বক্ষপিঞ্জর ভেদ করিছে লক্ষ কোটি মিশাইল,
চোখে মুখে মোদের ঘোমটা বাধা,দেখিনা কিছু আজ,
যদি করি বিরুদ্ধাচরণ, কেমনি উদ্ধার হবে  কাজ ?

একে অন‍্যের যুদ্ধ বাধায়ে হয় পরাশক্তির উত্থান,
তেল শোষণ করে,দুয়ে শুষে,হয় পশ্চিমা গুরুর প্রস্তান,
বেলফোর ঘোষণা বানায়ে ,শান্তি নাশিলো যে ইংলিশ,
পায়ের তলে পদদলিত হোক, পাপাচারী সেই ইবলিশ ।

একটি দেশের ভিতর, অন্য দেশ, এ কেমন সমাধান,
গুরুর মতে  অমত না করে পা চাটে শয়তান,
পশ্চিমা শোষক তেল শুশিতে মধ‍্য প্রাচে দেয় পাড়ি,
ইসরাইল,আজ বিষফোড়া হয়ে আগলে রাখে তরী ।



No comments:

Post a Comment