Monday, August 27, 2018

শিরোনাম: ভিন্নতা


লেখনিতে: আসাদুল্লাহ হিমু
লিখবো আমি একটি কবিতা,
প্রগাঢ় ভাবের পূর্নতা দিয়ে,
বিনিন্দ্র রজনী জেগে,
অন্ধকারের সারথী হয়ে ৷
সে কবিতা কাউকে দিবো না
কেননা কিছু কবিতা একান্ত নিজের,
একাকিত্বে আনন্দের রসদ,
ঠিক লুকিয়ে প্রেম চিঠি পড়ার মতন ৷
বলোতো,অমাবষ্যায় হিমাংশুর আলো কতজন পায় ?
সেই স্বাদ নিতে আকাশে কেবা চায় ?
যার সুখ তার কাছে আপন ভূবনে,
সবাই এক তবু আলাদা চিন্তা ও মননে ৷
সব নদী অবশেষে সাগরে মিশে,
সব বক্ষে একি স্রোত তবু কি বহে ?
সাঁঝ,আকাশে, সন্ধ্যা তারা জ্বলে,
মাঝ রাতে সে আলোর দর্শন কি মিলে ?


No comments:

Post a Comment