Monday, August 27, 2018

লজ্জা


বিশ্ব যখন আপন যানে মঙ্গল পানে চায়,
আমরা তখন উপগ্রহ কিনে করবো বিশ্বজয় ,
মাথার উপরের আকাশ আমার, তাও কিনতে হয়,
আমার দেশের বিঞ্জানাগারে জন্মায় ব্যাংকার ৷
শিক্ষার হার বাড়ছে শুধু,দক্ষ হই নাই,
বলো,তেঁতুল রুয়ে কখনো কি আম পাওয়া যায় ?
আমার দেশের পদ্মা সেতু বানাক চায়নার লোক,
বাঙালি আমি বসে থাকি হয়ে নির্বোধ ৷
দুর্নীতি আমার রক্তে মেশা,এটাই আমার নেশা,
অন্য দেশের গোলামি করে হবোই হবো রাজা ৷
হিংসা ভরা দলাদলি আমার বাংলাদেশে,
পরস্পর বাঁশ দিয়ে ঋনের পাহাড় কাধে ৷
কথার ফুলঝুড়ি আর তর্কে মোরা মত্ত,
আমার দেশের উন্নয়ন শুধুই ঐ পর্যন্ত ৷
হয়তো বুঝি, শেষ হয়েছে আমার রক্তের তেঁজ,
সন্মান বেচে বরাংবার হচ্ছি নিঃশেষ ৷
_________________হিমু


No comments:

Post a Comment