Monday, August 27, 2018

শিরোনাম : চন্দ্রবার্তা


তোমার পানে আমার অক্ষি রেখে,
অবিরত ঘুরছি আমি আপন কক্ষপথে,
ভাবো আমি নভোচারী ,থাকি মহাকাশে,
তোমার সাথে ঘুরছি আমি আপন মুক্তিবেগে ৷
সূর্ষ হতে আলো নিয়ে চারিদিকে ছড়াই,
মাঝ রাতে সাদা আলোর শীতলতা বিলাই,
মামা হয়ে টিপ দিয়ে যায়,তোমার শিশুর কপালে,
চড়কা কাটা বুড়ি নাকি আমার শীতল কোলে ৷
কলঙ্ক মোর আছে,নিন্দুকরা বলে,
ঝলসালো রুটি ভেবে খাবে কেউবা গিলে,
তবুও আমি চন্দ্রমামা আপন কক্ষপথে,
ছুটি আমি ,আমার মতো, আপন লক্ষ্য-পাতে ৷
_________________হিমু


No comments:

Post a Comment