Wednesday, January 23, 2019

কাজলদিঘীর ইতিবৃত্ত

কাজলা নদীর বাঁধ পেরোলে পড়বে একটি গ্রাম
সবুজ শ্যামল,সেই গাঁয়েরি কাজলদিঘী নাম,
জোস্না রাতে, সেই খানেতে পরীরা নেমে আসে,
কাজল নামের একটি ছেলে পরীর প্রেমে ভাসে
আকাশ হতে তারকা মালা সেখানে দেয় ঝলক, 
সেই ঝলকে মত্ত হয়ে পরিলো পরী নোলক,
রূপসী পরী রিংনিয়েটা পরী দেশের নারী,
কাজল প্রেমে মত্ত হয়ে,হয়লো দেশান্তরি,
মত্ত যুগল,পূর্নিমাতে এক দর্শন পাবে,
সেই আশাতে বসে তারা কাজল-দিঘীর ঘাটে।
কাজলা দীঘির কালো জ্বলে পা ভিজিয়ে তারা,
প্রনয় সাগর পাড়ি দিবে হয়ে পাগলপারা৷

পাগল মনে ,আনমনে, লাগবে তাদের দোলা,
ব্রজধ্বনি শুনে পরী সাজাবে স্বপন ভেলা,
কাজল মেখে, কালো চোখে,ছাড়াবে প্রনয় মায়া,
ধবল বালক মাখিয়া পুলক,দেখিবে তাহার ছায়া,
জোস্না রাতে,চাঁদের আলোয়, বদন খানি ধুয়ে,
অনবদ্য, প্রেমের কাব্য রচিবে স্বপন নিয়ে৷



------- এস,এম,আসাদুল্লাহ হিমু

No comments:

Post a Comment