Wednesday, January 23, 2019

শিরোনাম : শেষ বিকেলের গল্প

আজও কি তুমি আমার কথা ভেবে,
দেখ কি স্বপন আমায় নিয়ে সারা নিশীথ জেগে?
সেই সাদা মলাটের খাতা খানি খুলে,
আমায় লেখা সেই কবিতা পড়ো দুচোখ মেলে?
তুমি আমি পাশাপাশি তবুও যাচ্ছি দূরে সরে
বাল্য বেলার সেই আবেগ,ফিরবে কি আর নীড়ে ?
আমার চুলে পাক ধরেছে,তোমারও ধরেছে দেখি
মোদের চিঠি , দেখতো আজি, জোয়ান আছে নাকি?
তোমার ছেলে অটোয়ায় থাকে,হেনরি তার সাথী,
তারাও একদিন বুড়ো হবে,সেটায় আমি ভাবি,
একদা,জোয়ান কালে,ছড়িয়ে প্রেমের জাদু,
বয়সের ভরে, নুয়ে হলেম তোমার নাতির দাদু
আজকে সময় চলে যাওয়ার শেষ লগ্নে এসে,
সবাই আমার পর হয়েছে, থেক গিন্নি পাশে।
প্রানের স্বামী, বলেছো তুমি,আমায় অনেক কথা,
দেখ ভেবে,তুমিহীনা জনম হয়তো বৃথা ।



এস,এম, আসাদুল্লাহ হিমু

No comments:

Post a Comment