Wednesday, January 23, 2019

মুক্তি ছড়াও

বিজয়ের আনন্দ,
কার না ভালো লাগে?
রাস্তায় দাঁড়ানো,সকল
স্টাচুও বোধহয় সে পুলকে হাসে।
বিজয়ের রং কি লাল,নাকি সবুজ,
কে সেসব ভাবে,শুধু অনুভবে জাগে,
খুজেছি আমি যাহারে,
তাহারেই পেয়েছি কাছে।
মোদের চেতনার রং কি
বারে বারে ফিকে হবে?
বাংলার প্রতি অব্যক্ত
ভালোবাসা গুপ্তই রবে?
এসো মুক্তি ছড়ায়,উঠুক বাংলা জেগে?
থাক না দ্বন্দ্ব,শুধু ভালোবাসা, রবে রক্তে মিশে।


----------
------------ এস,এম,আসাদুল্লাহ হিমু

No comments:

Post a Comment