Wednesday, January 23, 2019

সোনার বাংলা

আকাশের সফেদ ধ্রুবতারা
হোক আজি সাক্ষী,
জ্যোৎস্নার রুপোলী
 চাঁদে রেখে অপলক অক্ষি,
আজি হোক তব সে শপথ,
জয় হোক শ্বাপদসংকুল দুর্গম পথ।
পথের প্রতি ধূলিতে লেখা হোক গল্প,
সেঁজুতি আলোকে হোক সবি মুক্ত ,
কে পরাবে বেঁড়ি,বিনাষ করিবে অধিকার ?
 কলমের তেঁজে কাপিবে ভয়ে সব অনাচার,
তাদের রক্ত ঋনে বাবে বারে সূচি হবে এ ধরা,
ত্রেতা হয়ে অধিকার ফিরিয়ে দেবেই তারা,
বারে বারে চলো স্বপ্নের ফেরি করি,
এক হয়ে হাতে হাতে আজি সোনার বাংলা গড়ি।



হিমু।

No comments:

Post a Comment