Friday, September 8, 2023

বাদল বিলাস / আসাদুল্লাহ হিমু / ২৮.০৮.২১

 এসো তোমার পাতালপুরীর গল্প বলি,

আকাশ থেকে নামল মেঘে ভরা যৌবন নৃত্য  শেষে,

এ সে অবিনাশী  নৃত্য তোমার, হৃদয় মাঝে উঠলো বেজে। 

ধূসর  ধূলার বুকের মাঝে,  শুভ্র ঐ কাঁচের ফোঁটা যেন টপটপিয়ে ঝরে পড়ে,

একটু খানি সবুজ পাতায় রঙিন মায়া জাগিয়ে যেন, কেমন জানি জড়িয়ে ধরে।

বুকের মাঝে উঠল জেগে চিত্তলোকের নিত্য মায়া, প্রমোদ গোনার পাথার বহে কলকলিয়ে,

 ও সে অবনাশি নৃত্য তোমার! 

বহে যেন চিত্তলোকে। 

বাঁধনধারা স্বপ্নগুলো পড়ছে যেন টপটপিয়ে,ধূষর মরূর উষর বুকে নামলে যেন শ্যামল হয়ে,

বুকের মাঝের প্রয়ল বেজে প্রণয় মেখে চিত্ত আকুল নেত্র কোনের কাজল মেখে।

নামলে, তুমি ভরা বাদল মাটির টানে আকাশ হয়ে,সোদা মাটির গন্ধ যেন আঁতর হয়ে ছড়িয়ে পড়ে।


বাদল বিলাস / আসাদুল্লাহ হিমু / ২৮.০৮.২১

No comments:

Post a Comment