Monday, August 27, 2018

ষড়যন্ত্র নশ্বর

গ্রেনেড হামলা,জঙ্গিবাদের উত্থান,
ধর্মের নামে,ক্ষমতাপুজারীর কত অভিযান,
ধর্ম সে তো বুকের মাঝের আত্মার নিদাঘ প্রশান্তি,
ধর্মব্যবসায়ী তাহা পুঁজি করে,শক্ত করে গদি।
 ধর্ম নাহি বলে,করো সন্ত্রাস,বিলিয়ে দিয়ে সত্তা,
কে বলে, অমরার সুধায় প্রশান্ত হবে, ঘাতকের সে আত্না?
শাসক-শোষক আসবে যখন এ সমাজ ঘিরে,
ইতিহাস বলে ষড়যন্ত্র কভু নেয় না কোন তরী তীরে।
কত রাজা,ন্যায়পাল থাকে ক্ষমতার ঘোরে,
ইতিহাস বলে টিকে সেই জন,সমালোচনা যেই নিতে পারে৷
____
লেখক; হিমু


No comments:

Post a Comment