Monday, August 27, 2018

তারুণ্য


তুমি হবে প্রলয় কাব্য, তুমি হবে শাহস,
আকাশ,পাথার, জয় করিয়া হবেই তুমি আশোক ।
পুলকমাখা বালক তুমি এগিয়ে চলো নিত্য,
শোষণ পিড়ন ,অবশেষে,হবে তোমার ভৃত্য ।
ঘুনে ভরা সমাজ তুমি পাল্টে দিবে জানি,
সবুজ ঘাস,তারুণ্য,মাটি আকবে পায়ে চুমি,
তোমার বুকে,আঘাত দিতে আসবে কে বা বলো ?
৫২ এর শক্তি হয়ে,এগিয়ে তুমি চলো।
মারুক তারা,আরো মারুক,বুকটা পেতে দিও,
কষ্ট হলে ছলছল চোখে মায়ের বুকে লুটায়ো ।
তোমার লাসের গলিত রসে,বাংলা মা যে কাদবে,
সেই কান্নায় নিষ্ঠুরতার ঘুম একদিন ভাঙবে ।
---------হিমু ।


No comments:

Post a Comment