Friday, December 1, 2017

প্রণয়

প্রণয়
লেখনিতে : হিমু
সকাল বেলার সূর্ষ হয়ে আসবে কি গো আসবে ?
ভালবাসার অনন্ত স্পর্শ ,মাখবে ধেনুই মাখবে ?
রামধনুর সবুজ নিয়ে আঁকবো তোমার ছবি,
আকাশ ভরা রুপালি তারায় সাঁঁজাবো তোমার গদি ,
সবুজ মেয়ে বুনো পায়রায় ঘুঙুর হয়ে একটু কি গো বাজবে ?
চির যৌবনা বসন্ত হয়ে একটু কি গো সাজবে ?
রক্ত গঙ্গার লাল এনে সাজাবো তোমার ওষ্ঠ,
পত্র পল্লবে রাঙিয়ে আনবো তোমার হাস‍্য ।
বৈশাখ রাতের বড় চাঁদ দেব তোমার কপালে,
ভালোবাসার রঙিন জরি থাকবে তোমার গলে,
মুক্তের মত অকৃত্রিম হাসি আনবো তোমার দন্তে,
তোমার খোঁপায় শাপলার কুঁড়ি অজস্র বার ফুটবে।
বাংলা মেয়ে, সকাল বেলার সূর্য হয়ে ,আসবে কবে আসবে ?
সবুজ রূপ ,তারুণ্যে তুমি, ভাসবে কবে ভাসবে ?
পায়রার মত শান্তির বাংলা কবে তুমি হাসবে,
জলপায় পাতায় শান্তি হয়ে কবে তুমি আসবে ?


No comments:

Post a Comment